• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয়: ভূমি উপদেষ্টা 

     dailybangla 
    01st Oct 2024 11:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাসমূহ নিরসনে অগ্রাধিকারমূলক কার্যক্রম গ্রহণের তাগিদ দিয়েছেন।

    উপদেষ্টা হাসান আরিফ বলেন, সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয়, সেজন্য প্রস্র বিদ্যমান মামলাসমূহ নিয়ে নিয়মমাফিক উচ্চ আদালতের এটর্নি জেনারেল কার্যালয় ও জেলা পর্যায়ে সরকারি কৌশলীদের (জিপি) সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের উদ্যোগ নিতে হবে।

    তিনি গত সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের ৫৭তম টিম সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তাগিদ দেন। ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভার কার্যক্রম উপস্থাপন করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম।

    এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমি উপদেষ্টা মন্ত্রণালয়ের কার্যক্রম অগ্রাধিকার নির্ধারণ করে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি মাঠপর্যায়ে ব্যাপক তদারকির ওপর গুরুত্বারোপ করে বলেন, সকল চলমান প্রকল্প কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। সভায় অন্তর্বর্তী সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা, বার্ষিক কর্ম- সম্পাদন চুক্তি, আইন সংক্রান্ত, জনবল, পদোন্নতি, অধিগ্রহণ মামলা, খাস জমি সংরক্ষণ, খসড়া আইন ও বিধিমালা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং মন্ত্রণালয় ও এর অধীনস্ত সংস্থাসমূহের ওয়েব সাইট মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031