• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সরকারের পাশাপাশি সকলে মিলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান নতুনধরা গ্রুপের এমডি ড. মো. সাদী-উজ-জামানের 

     dailybangla 
    02nd Sep 2024 9:47 pm  |  অনলাইন সংস্করণ

    বানভাসি ২৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিলো নতুনধরা পরিবার

    মো. ইব্রাহীম হোসেন : সম্প্রতি আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলার লাখ লাখ মানুষ। বন্যাকবলিত এসব এলাকার লোকজন এখনো মানবেতর জীবনযাপন করছেন। বন্যাদুর্গত অসহায় মানুষগুলোর খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে সরকারি, বেসরকারিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান। এছাড়াও বরাবরের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদেরই মতো দেশের একজন সৎ-মানবিক, নীতি-আদর্শমান, মানবতার ফেরিওয়ালাখ্যাত বিশিষ্ট ব্যবসায়ী নেতা, দেশের শতভাগ পরিবেশবান্ধব আবাসন কোম্পানি নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার-এর কো-চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫এ-এর রিজিয়ন চেয়ারপারসন ড. মো. সাদী-উজ-জামান। বিশিষ্ট এই ব্যবসায়ী নেতা তার নিজের উদ্যোগে ও নতুনধরা পরিবারের পক্ষ থেকে বানভাসি ২৫০ পরিবারকে ত্রাণ সহায়তা উপহার দিয়েছেন।

    গত মঙ্গলবার রাজধানী ঢাকার দিলকুশাস্থ নতুনধরা গ্রুপের প্রধান কার্যালয় থেকে ট্রাকে করে ২৫০ পরিবারের ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয়। মঙ্গলবার রাতে ও পরদিন বুধবার সারাদিনব্যাপী ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালীতে নতুনধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত জেলাগুলোর জেলা প্রশাসকের সহায়তায় বানভাসিদের মাঝে এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বানভাসি ২৫০ পরিবারের ত্রাণ সহায়তার প্রতি ১টি করে পরিবারের মাঝে বিতরণের জন্য প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে ২২ ধরনের আইটেম যেমন : চাল-৫ কেজি, মসুর ডাল-১ কেজি, আলু-২ কেজি, পেঁয়াজ- ১ কেজি, সয়াবিন তেল-১ লিটার, সরিষার তেল- ২৫০ গ্রাম, লবণ-৫০০ গ্রাম, খেজুর-২৫০ গ্রাম, গুড়-২৫০ গ্রাম, সাগুদানা-২৫০ গ্রাম, দুধ (পাউডার)-২ প্যাকেট, বিস্কুট-৩ প্যাকেট, নাপা টেবলেট-১ পাতা, ফ্লাজিল টেবলেট-১ পাতা, নাপা সিরাপ-১টি, ওরস্যালাইন-৫ প্যাকেট, পানি বিশুদ্ধিকরণ টেবলেট-৩ পিস, ফিটকিরি-২৫০ গ্রাম, সাবান-১ পিস, মোমবাতি-৩ পিস, লাইটার-১ পিস এবং পানি (মিনারেল ওয়াটার)-৫ লিটার। নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাদী-উজ-জামান বলেন, বন্যার শুরু থেকে বিভিন্ন সোস্যাল মিডিয়া এবং গণমাধ্যমে নিউজ, ভিডিও চিত্র দেখে খুব অস্থিরতায় ছিলাম।

    কত শিশু, কত নারী-গর্ভবতী, বৃদ্ধ মানুষেরা কত অসহায় দিনযাপন করছেন। তাই আর দেরি না করে আমাদের নতুনধরা পরিবারের পক্ষ থেকে ২৫০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার-এর কো-চেয়ারম্যান ড. মো. সাদী-উজ-জামান দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সরকারের পাশা-পাশি আসুন আমরা সকলে মিলে বন্যার্তদের পাশে দাঁড়াই। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। মানবতার স্বার্থে আমাদের দুর্যোগ মোকাবিলা করাই হবে প্রকৃত দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তাই আসুন আমরা সবাই মনুষ্যত্ব ও মানবতার হাতকে প্রসারিত করি। বিশিষ্ট ব্যবসায়ী নেতা, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫এ-এর রিজিয়ন চেয়ারপারসন ড. মো. সাদী-উজ-জামান আরো বলেন, অবাক চোখে সবাক মলিনতা, প্রশ্ন করে কোথায় মানবতা। এই চিন্তা থেকে পূর্বেও আমাদের নতুনধরা পরিবার সিলেটের বন্যাকবলিতদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে। মানবতা আমাকে যেভাবে নাড়া দেয়। আমি চাই সমাজের প্রতিটি মানুষের মনে জেগে উঠুক। তবেই শান্তি শৃঙ্খলায় থাকবে দেশ ও জনগণ। তাই এই সময়ে সকলকে এক হয়ে কাজ করে যাওয়া দরকার। বন্যা-পরবর্তী দিনগুলো নিয়ে আমাদের অবশ্যই প্রস্তুত থাকা দরকার।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930