• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে বাউফলে বীরত্ব স্মরণ, ঐক্যের আহ্বান 

     dailybangla 
    21st Nov 2025 3:51 pm  |  অনলাইন সংস্করণ

    মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): জাতীয় সশস্ত্রবাহিনী দিবস–২০২৫ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সোসাইটি (অসকস) বাউফল উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

    দিনের শুরুতে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট জি. এম. ফারুক হোসেনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসকস বাউফল উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট জি. এম. ফারুক হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
    অসকস পটুয়াখালী জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলা প্রার্থী মাওলানা মালেক বিন আনোয়ারি (হাতপাখা), খেলাফত মজলিসের বাউফল উপজেলা প্রার্থী মাওলানা আইউব বিন মুসা (ঘড়ি), গণধিকার পরিষদের প্রার্থী মোঃ হাবিবুর রহমান (ট্রাক), বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর খালিদুর রহমান এবং অসকস বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ ইসমাইল হোসেন।

    অনুষ্ঠানে অসকস পটুয়াখালী জেলার সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান মুক্তিযুদ্ধের সময় সশস্ত্রবাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।

    খেলাফত মজলিসের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব বিন মুসা তাঁর বক্তব্যে ১৯৬৫ সালের ভারত–পাকিস্তান যুদ্ধ এবং ১৯৬৭ সালের আরব–ইসরায়েল ছয় দিনের যুদ্ধে অংশগ্রহণকারী বীর বাঙালি পাইলট গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের অবদান স্মরণ করেন। তিনি জানান, এই যুদ্ধে অংশগ্রহণের জন্য সাইফুল আজম জর্ডান, পাকিস্তান ও ইরাক সরকারের পক্ষ থেকে একাধিক সম্মাননা লাভ করেন।

    সভাপতি সার্জেন্ট জি. এম. ফারুক হোসেন বলেন, অসকস একটি অরাজনৈতিক সংগঠন এবং এখানে ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের কোনো স্থান নেই। অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণে একসাথে কাজ করাই সংগঠনের লক্ষ্য। তিনি আরও বলেন, বিশ্বের ইতিহাসে এমন নজির নেই যে মাত্র নয় মাসের যুদ্ধে সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণ একসাথে স্বাধীনতা অর্জন করেছে। এটি বাংলাদেশের গৌরব।

    অনুষ্ঠানে বাউফলের স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সারাদিনব্যাপী এ আয়োজনে দেশপ্রেম, সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও জাতীয় চেতনায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031