সহিংসতা বন্ধে ইনকিলাব মঞ্চের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংস ঘটনার প্রেক্ষাপটে সাধারণ জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। যেকোনো ধরনের ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ইনকিলাব মঞ্চ বলেছে, হাদির আদর্শ ছিল ন্যায়বিচার ও বুদ্ধিবৃত্তিক সংগ্রাম।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে কোনোভাবেই সহিংস কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শরিফ ওসমান হাদি আজীবন ইনসাফ ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি শত্রুর বিরুদ্ধেও প্রতিশোধ নয়, বরং যুক্তিনির্ভর ও শান্তিপূর্ণ লড়াইয়ের কথা বলেছেন। তার মৃত্যুতে যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত না হয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
ইনকিলাব মঞ্চ আরও জানায়, কিছু স্বার্থান্বেষী মহল হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট হতে দেওয়া যাবে না।
উল্লেখ্য, হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
বিআলো/শিলি



