• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাংবাদিকের উপর হামলায় বিক্ষুব্ধ দশমিনা, অভিযুক্ত ঠিকাদারকে গ্রেফতারের দাবি 

     dailybangla 
    13th Mar 2025 4:04 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনায় আল-মামুন নামে এক ঠিকাদার কর্তৃক সাংবাদিকের উপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপজেলার পরিবেশ। ইতিমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হয় হামলার ভিডিও। ঘটনার পর নিন্দায় ফেটে পড়েছেন স্থানীয় রাজনীতিবিদ ও শিক্ষক সমাজসহ সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা।

    আজ বৃহস্পতিবার (১৩মার্চ) সকালে হামলার প্রতিবাদে মানববন্ধনে নামেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা। এসময় অভিযুক্ত ঠিকাদারকে গ্রেফতার দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

    জানা যায়, উপজেলা পিআইও অফিসের আওতায় বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী ধোপা বাড়ির সামনে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। বুধবার ব্রিজের ঢালাইয়ের ব্যাপক অনিয়মের অভিযোগ এনে দৈনিক বিজের সাংবাদিক হাসান মোল্লাকে জানান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিক ঢালাইয়ে সিমেন্ট পাথরের মিশ্রণের আদর্শ অনুপাত ঠিক নেই দেখতে পান। পরে, সেখানে উপস্থিত ঠিকাদারী প্রতিষ্ঠান এম কর্পোরেশনের আল-মামুনের কাছে অভিযোগের বক্তব্য নিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক হাসান মোল্লাকে গালমন্দসহ মারধর করেন।

    হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়ালে বুধবার থেকেই ক্ষোভে উত্তাল হয় ওঠে দশমিনার পরিবেশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সচেতন নাগরিক ও উপজেলা যুব সমাজের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল নেতা আবুল বশার, হেফাজত ইসলামের সভাপতি এইচ কে এম ওবায়দুল্লাহ হামজা, ছাত্রঅধিকার পরিষদের আল আমিন, উপজেলা শিবিরের সভাপতি জুবায়ের, মুহাঃ ইমরা হোসাইন, মুহাঃ রাকিবুল ইসলাম, জাকির হোসাইন, হাসানুজ্জামান, আঃ সালাম,মাওঃ রুহুল আমিন,শিক্ষক সাইফুর রহমান, মাওঃ রিদুয়ান আল কাউসার, হাঃ শামিম হোসাইন প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ঠিকাদারকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যথায় লাগাতার আন্দোলনের হুশিয়াড়ি দেন। মানববন্ধন শেষে ইউএনও বরাবরে স্মারক লিপি দেয়া হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031