সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন
মো. শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি: যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় পৌর সদরের দাউদকান্দি মডেল থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন দীর্ঘদিন ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করছেন। তাকে হুমকি দিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার বিরোধী আচরণ। তারা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সাংবাদিক নেতারা জানান, খোকন চৌধুরী সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। ভয়ভীতি দেখিয়ে কোনোভাবেই সত্যকে চাপা দেওয়া যাবে না। প্রয়োজনে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও তারা সতর্ক করেন।
মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মুক্ত গণমাধ্যম রক্ষায় প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ বা হুমকি পুরো সমাজের জন্য অশনি–সংকেত। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাহাব উদ্দিনের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন—
এমএইচ মোহন (আমার দেশ), মোহাম্মদ আলী (আমার দেশ), করিম সরকার (রুপালী বাংলাদেশ), ওমর ফারুক মিয়াজী (কালের কণ্ঠ), শরীফ প্রধান (ইত্তেফাক), জাকির হাজারি (দেশ রূপান্তর), হানিফ খান (নয়া দিগন্ত), লিটন সরকার বাদল (খবরের কাগজ), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ), জিল্লুর রহমান (মাই টিভি), হোসাইন মোহাম্মদ দিদার (দ্যা বাংলাদেশ টুডে), তৌফিক রুবেল (সংগ্রাম)।
এ ছাড়া উপস্থিত ছিলেন—
শামীম রায়হান (জনকণ্ঠ), আপেল মাহমুদ (বাংলা টিভি), মো. শরিফুল ইসলাম (সকালের সময়), শাহাবুদ্দীন আহাম্মেদ (কালবেলা), হাবীবুর রহমান (এনটিভি), মোহাম্মদ কামরুল হক চৌধুরী (ডেইলি অবজারভার), সেলিম আহাম্মেদ (প্রতিসময়), মামুনুর রশিদ রুবেল (প্রতিদিনের বাংলাদেশ), আহনাফ তিহামী (কালের কণ্ঠ ডিজিটাল), আলেক হোসেন (বাংলাদেশ সমাচার), রাজীব আহাম্মেদ (নিরপেক্ষ), মাসুম বিন মিলিটারি (আনন্দ বাজার), রাসেল মুন্সী (এফবি নিউজ) এবং মো. সাইফুল ইসলাম (যায়যায়দিন) প্রমুখ।
বিআলো/ইমরান



