সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক: জাগো ছাত্রদলের আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিষ্ট আহমেদ মির্জা খবীর প্রতিষ্ঠিত জাতীয় সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা ও নতুন আঙ্গীকে প্রকাশিত সাপ্তাহিক জয়যাত্রার মোড়ক উন্মোচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইডির সিটিসি প্রধান নিহার রঞ্জন হাওলাদার, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, বিশিষ্ট সমাজসেবক লায়ন ড. আলমগীর হোসেন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, ম্যারিজ সলিউশন বিডির সিইও শাখাওয়াত হোসেন শুভ প্রমুখ।
বিআলো/তুরাগ