সাপ্তাহিক বন্ধের দিনও চলবে দুই ট্রেন, স্টেশনেই মিলবে টিকিট
dailybangla
02nd Apr 2024 7:14 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
পূর্ব নির্ধারিত সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার সোনার বাংলা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ও উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-পরিচালক জনসংযোগ আমিনুল ইসলাম।
তিনি জানান, গতকাল মঙ্গলবার ট্রেন দুটির অফ-ডে ছিল। তা প্রত্যাহার করা হয়েছে। ছাড়ার আগ পর্যন্ত অনলাইন এবং কাউন্টার হতে যাত্রী সাধারণ টিকিট সংগ্রহ করতে পারবেন। সোনার বাংলা বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম থেকে ও বিকাল ৩টা ১০ মিনিটে উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে।
বিআলো/শিলি