সাবেক সিইসি এটিএম শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক
বিআলো প্রতিবেদক: সাবেক সিইসি ড. এ টি এম শামসুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছে বর্তমান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ।
শনিবার (৫ জুলাই) ইসি ও ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে জনসংযোগ কর্মকর্তা আশাদুল হকের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।
শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বার্তায় বলা হয়, শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৪২ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পর পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগ দেন। কর্মজীবনে তিনি জেলা প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. এ টি এম শামসুল হুদা। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শামসুল হুদা ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। তিনি কাজ করেন ২০১২ সাল পর্যন্ত। ভোটের আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন হয় এই কমিশনের সময়। সংলাপ করে নির্বাচনী আইন সংস্কার করা হয়। চালু হয় রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম ও ইভিএম।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন করে শামসুল হুদা কমিশন। ৮৭ শতাংশের বেশি ভোটারের উপস্থিতিতে সেই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০, বিএনপি ৩০ ও জাতীয় পার্টি ২৭ আসন লাভ করে।
বিআলো/শিলি