সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ী বহরে হামলা মামলায় সাবেক মির্জাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল কারাগারে
dailybangla
24th Oct 2024 10:14 pm | অনলাইন সংস্করণ
আবুল কালাম আজাদ,মির্জগঞ্জ (পটুয়াখালী) :পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা মামলায় মির্জাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল (৩৮) নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক মো. ইউসুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আদালতের পেশকার মো. আনিসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এই প্রতিনিধিকে বলেন, গত ২৭ আগস্ট মির্জাগঞ্জ থানার একটি জিআর মামলায় মো. জহিরুল ইসলাম জুয়েল এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। মামলা নম্বর ৯১ / ২৪। এর আগে তিনি এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
মো. জহিরুল ইসলাম জুয়েল মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলি থেকে নেতা-কর্মীরা সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা করে।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।