সাভারে গ্রীল কেটে ডাকাতি
সঞ্জীব সাহা, সাভার: সাভার পৌর এলাকার শাহবাগ মহল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাতে রাতে সাভার পৌরসভার শাহীবাগ মহল্লায় ব্যবসায়ী মামুনুর রশিদের ফ্ল্যাটে এই ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের সদস্যরা জানান, ভোর রাতের দিকে ৮-১০ জনের একদল সশস্ত্র ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। বাড়ির দক্ষিণে শয়ন কক্ষের জানালার গ্রিল কেটে প্রথমে ভেতরে ঢোকে মুখোশধারী চার ডাকাত। অস্ত্রের মুখে তাদের জিম্মি করে বাড়িতে থাকা নগদ ছয় লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে খবর দেয়া হলে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয় ডাকাতরা।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মো. জুয়েল মিঞা জানান, ডাকাতির অভিযোগ পেয়েছি। সব কিছু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও মন্তব্য করেন তিনি।
বিআলো/তুরাগ