সাভারে ‘ভোটের রিকশা’ নিয়ে বিশেষ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন
সঞ্জীব সাহা, সাভার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ঢাকার সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ভোটের রিকশা’ বিশেষ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।
‘আপনার দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে সাভার রেডিও কলোনি স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আটটি বিভাগের ভোটের রিকশার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই প্রচারণার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণ পরিবর্তনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট দেবেন।
এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। এসময় তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ভোট দেওয়া কেবল নাগরিক অধিকার নয় এটি একটি বড় দায়িত্বও।
ভোটের রিকশা সাধারণ মানুষের দোরগোঁড়ায় গিয়ে সেই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেবে। তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, নির্বাচনকে কেন্দ্র করে জনসচেতনতা তৈরিতে ‘ভোটের রিকশা’ প্রচারণা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বিআলো/আমিনা



