সামনে বৃষ্টি, কমতে পারে গরম—আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: টানা তাপপ্রবাহে নাভিশ্বাস উঠেছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের। এর মধ্যেই স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বাড়তে পারে, ফলে কমতে পারে প্রচণ্ড গরম।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, “আসন্ন মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে। ১১ থেকে ১২ জুনের পর থেকে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। এতে গরমের তীব্রতা ধীরে ধীরে হ্রাস পাবে।”
তবে তিনি সতর্ক করে আরও বলেন, আর্দ্রতা বেশি থাকার কারণে গরমের অনুভূতি তেমন দ্রুত কমবে না। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানও কিছুটা বাড়বে, যা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে।
এর আগে, চলতি সপ্তাহে রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা ও চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
বিআলো/সবুজ