সামান্থার বিয়ের পর নতুন করে আলোচনায় পরিচালক রাজ
dailybangla
03rd Dec 2025 3:40 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ের পর পরিচালক রাজ নিদিমোরুর প্রথম স্ত্রী শ্যামলী ও তার ঘনিষ্ঠজনদের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
অভিযোগ উঠেছে- আইনি বিচ্ছেদ শেষ হওয়ার আগেই কি রাজ দ্বিতীয় বিয়েতে জড়িয়েছেন?
সামান্থা-রাজের সম্পর্ক নিয়ে বছরখানেক ধরেই গুঞ্জন ছিল। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর শ্যামলী সামাজিক মাধ্যমে ‘বেপরোয়া মানুষের বেপরোয়া সিদ্ধান্ত’ মন্তব্য করে আলোচনার জন্ম দেন।
পরদিন তার বন্ধু ভাবনা তপাডিয়া দাবি করেন, শেষবার দেখা পর্যন্ত রাজ এখনও বিবাহিত ছিলেন।
ঘটনা নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়ছেন সামান্থা ও রাজ। তবে পরিচালক এখনও কোনো মন্তব্য করেননি।
অভিযোগ সত্য কিনা, তা স্পষ্ট নয়; কিন্তু পুরো ঘটনা দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
বিআলো/শিলি



