সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি: ত্রাণ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দেশের সাম্প্রতিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ধীন সব দপ্তর ও বিভাগের চতুর্থ শ্রেণি বাদে বেতনের টাকা ২০ কোটি ৫০ লাখ টাকার চেক গ্রহণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য এ চেক হস্তান্তর করেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, বন্যায় ১১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আক্রান্ত আশ্রয় গ্রহণকারী ৪৫ লাখ ৫৬ হাজার ১১১ জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন। এছাড়াও বন্যায় মৃত ৭৪ জন এবং আহত হয়েছে ৬৮ জন। এবারের বন্যায় মোট ক্ষতি হয়েছে ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫২২ টাকা। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে পুনর্বাসন কর্মসূচিও শুরু হয়েছে বলেও জানান ফারুক-ই-আজম। উপদেষ্টা এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্রদের ত্রাণের জন্য তোলা অর্থের হিসাব চাওয়া হবে বলে জানান।
তিনি জানান ওই ছাত্রদের কাছ থেকে এখনও কোন নগদ অর্থ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন। তবে দেশের সাম্প্রতিক বন্যায় তাদের (ছাত্রদের) গ্রহণ করা নগদ অর্থ কতো তোলা হয়েছে এবং তা কোথায় আছে জানতে চাইব। ত্রাণ উপদেষ্টা আরো জানান বিদেশিরা তার কাছে বন্যায় কি পরিমান ক্ষতি হয়েছে তা জানতে চেয়েছেন। তারা এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান বন্যাদুর্গত ১১ জেলায় আগামী তিন মাস ঋণ ও সুদ আদায় যেন বন্ধ থাকে সে নির্দেশ দেওয়া হয়েছে।
বিআলো/তুরাগ