সাম্য ও সমতায় গড়বে দেশ বাউফলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
মো. তারিকুল ইসলাম (মোস্তফা),বাউফল : ‘সাম্য ও সমতায় গড়বে দেশ, উন্নয়নে সমবায়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস মো. হানিফ এবং সঞ্চালনা করেন সমবায় অফিসের মো. ইকবাল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউসিসি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সমবায় ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধি মো. করিম প্যাদা, মো. মহিউদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের বিকল্প নেই। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



