সায়দাবাদে সেনা অভিযানে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, আটক ৬
মো. জাহাঙ্গীর আলম: দীর্ঘদিন ধরে রাজধানীর সায়দাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় মাদক ও অস্ত্রের অবৈধ সাম্রাজ্য গড়ে তোলা একটি সংঘবদ্ধ চক্রের আস্তানায় সফল অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ একটি অভিযান দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ জানুয়ারি মধ্যরাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও রেললাইন সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী, কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী অটো সজল এবং তার সহযোগী রাজু, ফারুক, জাহিদ, সজীব ও জনির বসতবাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত অটো সজল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী ও পরিবারের সদস্যসহ মোট ছয়জনকে আটক করা হয়। পলাতক অটো সজলকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অভিযান চলাকালে অটো সজলের বাসার ছাদসহ বিভিন্ন স্থান তল্লাশি করে সেনাবাহিনী উদ্ধার করে—
২টি ৭.৬৫ মিমি বিদেশি অটোমেটিক পিস্তল, ৮ রাউন্ড তাজা গোলাবারুদ, ৫ হাজার ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭০ পুরিয়া হেরোইন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৮ লাখ ২৬ হাজার ৪৩০ টাকা, ৩টি ককটেল ও ককটেল তৈরির সামগ্রী, ২০টি মোবাইল ফোন এবং ২ বোতল বিদেশি মদ।
প্রাথমিক তদন্তে জানা যায়, অটো সজলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাজধানীর সায়দাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। একই সঙ্গে অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদক সরবরাহ ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হতো।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানটি সম্পূর্ণ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালিত হয়েছে এবং এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী ও কার্যকর অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
বিআলো/তুরাগ



