সর্বোচ্চ নিরাপত্তায় মেট্রোরেল চলবে আজ
dailybangla
18th Jul 2024 9:42 am | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: কোটা বিরোধী আন্দোলনকারীরা বৃহস্পতিবার (১৮ জুলাই) কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে। তারা জানায়, অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনও গাড়ি চলবে না।
এদিকে, মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার মেট্রোরেল চলাচল করবে।
বুধবার (১৭ জুলাই) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব আব্দুর রউফ জানান, ‘মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। মেট্রোরেল ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেয়।’
বিআলো/শিলি