সারাদেশে শুষ্ক আবহাওয়া, উত্তরাঞ্চলে কুয়াশা পড়ার সম্ভাবনা
dailybangla
07th Nov 2025 1:22 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে।
শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ধারাবাহিক পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাত কম থাকবে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের মাঝামাঝি থেকে ধীরে ধীরে শীতের প্রভাব বাড়বে, ফলে কুয়াশা পড়ার প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
বিআলো/শিলি



