সারাদেশে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠনে সারাদেশে চিঠি
dailybangla
31st Jul 2024 10:51 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠন করতে সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব, সব বিভাগীয় কমিশনার ও সব জেলা প্রশাসককে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, পেশাজীবী ও ব্যবসায়ী সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হবে। তারা গণসংযোগের মাধ্যমে জনমত সৃষ্টি করবেন।
এতে বলা হয়, বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা কমিটির প্রধান হবেন। তাদের উদ্যোগেই কমিটি গঠন হবে। তাদের সভাপতিত্বে কমিটির সদস্যরা মতামত দেবেন।
বিআলো/শিলি