সালমানের সিনেমাতেও কাটছাঁট হয়, বাদ গেলো কি কি?
বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে এ আর মুরুগোদাস পরিচালিত এবং সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত, আর এর আগে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC) থেকে পেয়েছে ১৩+ সনদ। তবে, ছবিটি মঞ্জুর হওয়ার পাশাপাশি কিছু অংশে কাটছাঁট ও পরিবর্তনের পরামর্শও দেওয়া হয়েছে।
এছাড়া, সিনেমাটি থেকে কোনো দৃশ্য কাটা হয়নি, তবে কিছু জায়গায় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় ‘হোম মিনিস্টার’ শব্দটি যেখানে ব্যবহার করা হয়েছে, সেখানে ‘হোম’ শব্দটি মিউট করার নির্দেশ দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। এছাড়া, রাজনৈতিক দলের হোর্ডিং দেখানোর দৃশ্যগুলোকে ঝাপসা করার জন্য বলা হয়েছে। তবে, অন্যান্য সংলাপ ও অ্যাকশন দৃশ্য কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদিত হয়েছে।
২ ঘণ্টা ৩০ মিনিট ৮ সেকেন্ড দীর্ঘ এই সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন সালমান খান, রাশমিকা মান্দান্না এবং কাজল আগরওয়াল। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন সত্যরাজ। ইতিমধ্যেই ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে।
‘সিকান্দার’ সিনেমার সাথে মুক্তি পাচ্ছে দক্ষিণী সিনেমা মোহনলাল অভিনীত ‘এল ২ এমপুরান’। দুইটি সিনেমাই বড় বাজেটের হলেও ‘এল ২ এমপুরান’ এর প্রতি মানুষের আগ্রহ বেশি, এমনটাই মনে হচ্ছে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সালমান খান ও রাশমিকা উপস্থিত ছিলেন। যদিও ‘সিকান্দার’ সিনেমার অগ্রিম টিকিটের পরিসংখ্যান দেখে মনে হচ্ছে, বক্স অফিসে কিছুটা পিছিয়ে পড়তে পারে ‘সিকান্দার’ ‘এল ২ এমপুরান’-এর তুলনায়, তবে সত্যিকার ফলাফল মুক্তির পরই পরিষ্কার হবে।
বিআলো/শিলি