• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাশ্রয়ী সংস্করণে আসছে আইফোন ১৭ সিরিজের নতুন চমক 

     dailybangla 
    05th Dec 2025 5:18 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: অ্যাপল আগামী বছর আইফোন ১৭ সিরিজে নতুন একটি বাজেটবান্ধব মডেল যুক্ত করতে পারে। আন্তর্জাতিক প্রযুক্তিমাধ্যমের খবর অনুযায়ী, ‘আইফোন ১৭ই’ নামের এ সংস্করণটি ২০২৬ সালের শুরুতেই বাজারে দেখা মিলতে পারে।

    অ্যাপলের গত বছরের আইফোন ১৬ই-এর মতোই এটি হবে তুলনামূলক কম দামের একটি বিকল্প মডেল। তবে এবার ফিচার ও ডিজাইনের দিক থেকে পুরো সিরিজের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে কোম্পানিটি।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, আইফোন ১৭ই মডেলের সবচেয়ে বড় আপগ্রেড হিসেবে দেখা দিতে পারে এর প্রসেসর অংশে। ডিভাইসটিতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৯ চিপ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গেমিং, ফটো এডিটিং ও এআই-নির্ভর কাজগুলো আরও দ্রুত ও স্থিতিশীলভাবে সম্পন্ন করা যাবে। যদিও সিপিইউতে বড় ধরনের পরিবর্তন নাও থাকতে পারে, তবে জিপিইউ পারফরম্যান্সে চোখে পড়ার মতো উন্নতি দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ডিজাইনেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আইফোন ১৬ই পুরোনো নচ ব্যবহার করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। সেই অভিজ্ঞতার পর ধারণা করা হচ্ছে, আইফোন ১৭ই-তে অ্যাপল ডায়নামিক আইল্যান্ড যুক্ত করতে পারে। এতে স্ক্রিন আরও আধুনিক ও কার্যকর হবে এবং লাইভ অ্যাক্টিভিটিসসহ নানা ধরনের স্মার্ট নোটিফিকেশন সহজে ব্যবহার করা যাবে।

    ক্যামেরায়ও ব্যবহারকারীরা নতুন চমক পেতে পারেন। প্রযুক্তি বিশ্লেষক জেফ পু জানিয়েছেন, আইফোন ১৭ সিরিজে যুক্ত হতে পারে ১৮ মেগাপিক্সেলের উন্নত ফ্রন্ট ক্যামেরা, যেখানে থাকবে সেন্টার স্টেজ ফিচার। এর ফলে ভিডিও কল বা সেলফির সময় ফ্রেমে একাধিক মানুষ থাকলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে অ্যাঙ্গেল ঠিক করে নেবে।

    যদিও দাম ও উন্মোচনের তারিখ বিষয়ে অ্যাপল এখনো কিছু জানায়নি, বিশ্লেষকদের মতে কোম্পানি তাদের স্বাভাবিক সময়সূচিই অনুসরণ করবে। এ বছরের ফেব্রুয়ারিতে যেমন আইফোন ১৬ই বাজারে আসে, তেমনই আইফোন ১৭ই-ও ২০২৬ সালের ফেব্রুয়ারির দিকেই উন্মোচিত হতে পারে।

    বর্তমানে বাংলাদেশি বাজারে আইফোন ১৬ই বিক্রি হচ্ছে প্রায় ৭৫ হাজার টাকায়। সূত্র: ইন্ডিয়া টুডে

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031