• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সিডিএম স্কুল অব ডিবেটের ৫ম ব্যাচের কনভোকেশন সিরেমোনি অনুষ্ঠিত 

     dailybangla 
    01st Feb 2025 7:00 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)-এর আয়োজনে সিডিএম স্কুল অব ডিবেটের ৫ম ব্যাচের কনভোকেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীনউদ্দিন।

    কনভোকেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)-এর সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএম-এর সভাপতি ভিভিয়ান ঘোষ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএম-এর উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক ফারুক আহম্মদ, সাবেক সভাপতি রাহাদ দেওয়ান, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, স্কুল অব ডিবেটের প্রধান সমন্বয়ক মুহাম্মদ আবদুল বাসেদ এবং সমন্বয়ক জাহিদ হাসান রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিএম-এর সহ-সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরা।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহসীনউদ্দিন বলেন, “বিতর্ক একটি নান্দনিক বাচিকশিল্প। এই শিল্পকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) যে অভিনব প্রয়াসে বিতর্কের কনভোকেশন আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করা উচিত, যাতে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে।”

    অনুষ্ঠানে ৫ম ব্যাচের ৪৬ জন শিক্ষার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করে কনভোকেশন সার্টিফিকেট গ্রহণ করেন। তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজন হলেন সাইরা ইসলাম বহারদার, আয়েশা লী, কায়েস মাহমুদ, তাহমীদ হাসান ও হুমাইরা মাশফীয়া।

    এছাড়াও একই আয়োজনে সিডিএম উইন্টার ডিবেট কম্পিটিশন ২০২৪-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে চ্যাম্পিয়ন হয় টিম রাসেনগান এবং রানার্স আপ হয় টিম এসএএস।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিএম-এর কোষাধ্যক্ষ ও স্কুল অব ডিবেটের সমন্বয়ক সামান্তা দিদার মারিয়া, সমন্বয়ক শাহজিয়া সেতু, রওনক জাহান উর্মি, সিডিএম সদস্য অংগন চক্রবর্তী, শামীম শেখ, মোঃ আফসার, জোবায়েদা জোয়া, তাসনিম সুফলা, কাশমেরী কাশেম সোহানী, সাবিকুন নাহার সাজ, মারিয়া তাবাসসুম ও শিরিন আক্তার।

    উল্লেখ্য, সিডিএম স্কুল অব ডিবেট সিডিএম-এর অন্যতম মূল কর্মসূচি, যেখানে নির্দিষ্ট কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের বিতর্কের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930