সিদ্ধিরগঞ্জে পল্লী চিকিৎসকদের আনন্দ ভ্রমণ
এ.এইচ.এম মিলন মাহমুদ : বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে রূপগঞ্জ উপজেলার সুবর্ণগ্রামে দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে পল্লী চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
গত সোমবার সকালেই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে অবস্থিত মা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক প্রাঙ্গণ থেকে বাসযোগে ভ্রমণ শুরু হয়। যাত্রাপথে সকালের নাস্তা সেরে অংশগ্রহণকারীরা আনন্দময় সকাল উপভোগ করেন। সুবর্ণগ্রামে পৌঁছে দিনটি শুরু হয় শৈশবের স্মৃতিতে ফিরে গিয়ে নানা খেলাধুলা ও আনন্দঘন কার্যক্রমের মাধ্যমে।
উপস্থিত সকলেই হাসি, আনন্দ এবং উল্লাসের সঙ্গে দিনটি উপভোগ করেন। পরে একসঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও আনন্দের আরও ঢেউ ছড়িয়ে দেয়। এছাড়াও সাংগঠনিক কার্যক্রম এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এই আনন্দ ভ্রমণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং একাত্মতা আরও দৃঢ় হয়েছে। ভবিষ্যতেও পল্লী চিকিৎসকদের মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে আরও ব্যাপক আকারে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক চিকিৎসক জহিরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি পল্লী চিকিৎসক এম এ রশিদ, মা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ শেখ, উপদেষ্টা পল্লী চিকিৎসক ফিরোজ আলম, উপদেষ্টা পল্লী চিকিৎসক মো. হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক ফেরদৌস সিকদার, প্রাপ্তি ল্যাবরেটরিজ লিমিটেডের জোনাল ম্যানেজার মো. সাফায়েত হোসেন, পল্লী চিকিৎসক নুরুল আলম, পল্লী চিকিৎসক আব্দুল গফুর প্রমুখ।
বিআলো/আমিনা



