সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ড কৃষক দলের অস্থায়ী কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার জাতীয়তাবাদী কৃষক দল ৭ নম্বর ওয়ার্ড-এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কদমতলী মাছ বাজারের দ্বিতীয় তলায় মিলাদ মাহফিল, দোয়া ও তবারুক বিতরণ করা হয়। ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি সাগর বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আকাশের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক তৈয়ম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব এস এইচ মুন্না, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, রাজু হোসেন, রাজন ভূঁইয়া, থানা বিএনপির সদস্য শামীম ঢালী, ৭নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ৩নং ওয়ার্ড কৃষক দল নেতা সোহরাব হোসেন, মো. সেলিম, ৮নং ওয়ার্ড কৃষক দল নেতা সুমন ভূঁইয়া, হিরা ও সাইফুল। এ সময় প্রিন্স, শাহ আলম পাটোয়ারী, শাখাওয়াত, মাসুদ মাষ্টার, সাইফুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ