সিরাজগঞ্জে অটোরিকশা-ভ্যানের সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন।
বুধবার (৮ মে) ভোরে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া ব্রহ্ম কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট অরবিন্দ কুমার জানান, বুধবার ভোরে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া ব্রহ্ম কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অরবিন্দ কুমার আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিআলো/শিলি