সিরাজগঞ্জে বাড়ছে শীতের দাপট, দুর্ভোগে শ্রমজীবী মানুষ
নিজস্ব প্রতিবেদক: যমুনা নদীসংলগ্ন সিরাজগঞ্জে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় নাজুক পরিস্থিতিতে পড়েছে সাধারণ মানুষ। ভোর থেকে দুপুর পর্যন্ত কম তাপমাত্রা ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
গত কয়েকদিন ধরেই জেলার সর্বত্র এমন কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালেও ঘন শীত ও কুয়াশায় স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়। সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল মানুষ।
হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগ ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।
বাঘাবাড়ী আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন ধরে রাত গভীর থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। হালকা বেগের শীতল বাতাস এতে আরও বাড়তি শীত যোগ করছে।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় জানান, শীতপ্রবাহে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে। রাতেও জেলা প্রশাসক শহরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন।
বিআলো/শিলি



