• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    সিরাজদিখানে শেখ আসলাম হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

     dailybangla 
    18th Dec 2024 3:50 pm  |  অনলাইন সংস্করণ

    অভিষেক দাস,সিরাজদিখান (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ সিরাজদিখানের রশুনিয়া গ্রামের শেখ আসলাম হত্যার প্রধান আসামী এডভোকেট সোহেল রানাসহ সাথে জড়িতদেড় ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ । আজ বুধবার সকাল ১০ টায় রশুনিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
    মানববন্ধনে নিহত শেখ আসলামের ছেলে মোঃ রাতুল, বিএনপি নেতা মোঃ আবুল কালাম, রশুনিয়া ইউনিয়ন সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মানিক, রশুনিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন শেখ,বিল্লাল হোসেন,মোঃ শেখ কামাল,বাবুল শিকদার(মেম্বার),বাচ্চু শিকদার,শাহনাজ বেগম,তানজিলা আক্তার বক্তব্য রাখেন।
    এসময় তারা অবিলম্বে শেখ আসলাম হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির প্রধান আসামী এডভোকেট সোহেল রানার সনদ বাতিলের দাবি জানান। বিক্ষোভ ও মানববন্ধনে এলাকাবাসী খুনি সোহেলের বিচার চাই’ স্লোগানে শেখ আসলাম হত্যার বিচার দাবি করে তারা অবিলম্বে শেখ আসলাম হত্যার ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
    বক্তারা বলেন, যুবলীগ নেতা এ্যাডভোকেট সোহেল রানা জাল দলিল করে এলাকার বহু মানুষের জমি অন্যায় ভাবে দখল করেছে। এমনকে সে জোর পূর্বক সম্পত্তি দখল করতে গিয়ে রশুনিয়া গ্রামের বাসিন্দা আসলামকে হত্যা করেছে। কেউ তার জবর দখলের প্রতিবাদ করলে সে তাদেরকে মারধরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। এ্যাডভোকেট সোহেল রানা এডভোকেট হওয়ার সুবাদে এবং সাবেক এমপি মহিউদ্দিনের ছত্রছায়ায় এলাকার বহু মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করেছে। এলাকার বহু নিরীহ মানুষের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা থেকে গায়েবী মামলা দিয়ে হয়রানীসহ জেলও খাঁটিয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা ও ২০ টিরও বেশী লিখিত অভিযোগ ও সাধারণ ডাইরী থাকলেও সাবেক এমপি মহিউদ্দিনের ছত্রছায়ায় থাকার কারণে বারংবার পার পেয়ে গেছে। আমরা তার স্বেচ্ছাচারিতা ও অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি। আমরা অত্যাচারী ভূমিদস্যু ও খুনি সোহেলকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
    উল্লেখ্য ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জের ধরে শেখ আসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একই এলাকার এডভোকেট সোহেলসহ তার লোকজন।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031