সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট : সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দশক পর সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। সেই কারণে দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত।
সাধারণ মানুষের মধ্যে তার সিলেট সফর নিয়ে ব্যাপক আগ্রহ। তিনি বলেন, চেয়ারম্যানের আলীয়া মাদ্রাসার সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটের মানুষ সৌভাগ্যবান যে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান সিলেট থেকে প্রচারাভিযান শুরু করছেন। পাশাপাশি সিলেটের সঙ্গে তার রয়েছে আত্মীয়তার সম্পর্ক।
অতিথিপরায়ণ হিসেবে সিলেটের খ্যাতি সর্বত্র। প্রিয় আত্মীয় ও দলের চেয়ারম্যানকে বরণ করতে বিএনপির নেতাকর্মী তথা সিলেটবাসী উন্মুখ হয়ে আছেন। ২২ জানুয়ারির সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। কারণ সিলেট থেকে আমাদের চেয়ারম্যান কি বার্তা দিবেন সে বার্তা শোনার জন্য। তাই সুশৃঙ্খল পরিবেশ যাতে সমাবেশ স্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে পারেন এবং দলের চেয়ারম্যানের কথা শুনতে পারেন সেদিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক জনসমাবেশে হবে ২২ জানুয়ারি।
খন্দকার মুক্তাদির বুধবার (১৪ জানুয়ারি) তোপখানাস্থ কার্যালয়ে দলের চেয়ারম্যানের সিলেট সফর উপলক্ষ্যে মহানগর বিএপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালি পংকি।বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, ভিপি মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খূর্শেদ, ফাতেমা জামান রোজি, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, খসরুজ্জামান খসরুসহ মহানগর, থানা ও ৪২টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
বিআলো/আমিনা



