সিলেট রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সুমন সরদার: সিলেট রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট রেঞ্জের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। সভাটি সঞ্চালনা করেন রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নাছির উদ্দিন আহমেদ।
সভায় ডিআইজি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা পূর্বক পুলিশ কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্তির চেয়ে বেশি নিষ্পত্তি হওয়ায় ডিআইজি সকলকে ধন্যবাদ জানান। মাদকের বিষয়ে বিশেষ করে ইয়াবা মাদক হতে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
আসন্ন কোরবানি ঈদে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে সেজন্য বাজার মনিটরিং করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। রাস্তায় কোরবানির পশুর হাটের জন্য জনদুর্ভোগ সৃষ্টি হয় এজন্য যাতে রাস্তায় কোরবানির পশুর হাট না বসতে পারে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।
এছাড়াও প্রতিটি পশুর হাটের নির্দিষ্ট সিল ও হাসিল যাতে অবশ্যই থাকে তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।
এপ্রিল মাসের কর্ম মূল্যায়ন অনুসারে শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম, আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার গ্রহণ করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) মো. শাহ আলম সার্কেল, মামলা নিষ্পত্তি ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল সহ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার জেলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ডিআইও-১ হিসেবে পুরস্কার গ্রহণ করেন সিলেট জেলার ডিআইও-১ আনোয়ারুল ইসলাম, জেলার মামলা সমূহের বিচারিক কার্যক্রমে সহায়তা সহ গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার জেলার সদর কোর্ট পরিদর্শক মো. রফিকুল ইসলাম, ডাকাতি মামলার আসামি গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা জনিত অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ ওসি ডিবি হিসেবে পুরস্কার গ্রহণ করেন এ. কে. এম. শামীম হাসান , জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জ, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ টিআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন মো. জিয়া উদ্দীন খান, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), সদর ট্রাফিক, হবিগঞ্জ, সর্বোচ্চ সংখ্যক জরিমানা আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কার গ্রহণ করেন নজরুল ইসলাম প্রিন্স, সার্জেন্ট, মাধবপুর ট্রাফিক জোন, হবিগঞ্জ, মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলসহ সচেতনতামূলক সভা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন শিপু কুমার দাস, এসআই (নি.), সদর মডেল থানা, মৌলভীবাজার ও ওয়ারেন্ট তামিল, সমনজারি, নন-এফআইআর দাখিলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন জতাওহিদ বিশ্বাস, এএসআই (নি.), সদর মডেল থানা, হবিগঞ্জ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মো. হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) মো. আজিজুল ইসলাম, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার তোফায়েল আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি