সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরের গণসংযোগ
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সিলেট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পূর্বঘোষিত কর্মসূচি গণসংযোগ সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় থেকে শুরু হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এই কর্মসূচির শুরুর আগেই ঢল নামলো জনতার। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই গণসংযোগ কর্মসূচি রূপ নেয় বিশাল গণমিছিলে। বিএনপির সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
পাঠানটুলা থেকে মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, হাজীপাড়া, বনকলাপাড়া, পীরমহল্লা, খাসদবীসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান নানা বয়সী মহিলারা। খন্দকার মুক্তাদির তাদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন শ্রেণি-পেশার এসব মহিলা তাকে জানান, দীর্ঘ প্রায় দেড় যুগ তারা ভোট দিতে পারেননি।
এবার ধানের শীষে ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ধানের শীষ বিজয়ী হলে উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষের জন্য কাজ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। গণসংযোগ থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুঃশাসন থেকে মুক্ত জনতা এখন একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। তাদের যে ভোটাধিকার সেটা তারা ফিরে পেয়ে আনন্দিত।
এই আনন্দ আমরা প্রতিমুহূর্তে অনুভব করছি। একইসঙ্গে বিগত দিনে উন্নয়ন থেকে বঞ্চিত মানুষ তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাচ্ছেন। মিছিলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজিব, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু,
মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব সরোয়ার রেজা, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সকল শ্রেণি-পেশার সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



