সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
dailybangla
29th Jun 2024 11:20 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৪ জন। এরই মধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।
শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এখন এ ঘটনায় একজন নিহত ও ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও)।
তিনি জানান, সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি উল্টে গেছে। খবর পাওয়া মাত্রই উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।
বিআলো/শিলি