সীতাকুণ্ডে পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রাম উত্তর প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), চট্টগ্রামের উদ্যোগে এবং বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সেক্রেটারি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে বুধবার (২১ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভাটিয়ারী থেকে পতেঙ্গা মহাসড়কের পাশে টিনশেড ছাউনি ও টিনের বেড়া দিয়ে ঘেরা একটি নামবিহীন দোকানে অবৈধভাবে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন-২০১৬ অনুযায়ী ১১ ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়।
অভিযানে বিএসটিআই, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



