সীমান্তের ওপারে গাছে ঝুলে থাকা যুবকের লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে একটি গাছের ডালে ঝুলে থাকা জাকারিয়া আহমদ (২৩) নামের বাংলাদেশির লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর করেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২০ জুন, শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। জাকারিয়া কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্তবর্তী লামাগ্রামের আলা উদ্দিনের ছেলে।
স্থানীয় বনপুর গ্রামের সাবেক মেম্বার আতাউর রহমান জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি-বিএসএফ বৈঠক হয়। দুপুর ১টার দিকে লাশ হস্তান্তর করে বিএসএফ। তিনি জানান, কয়েক দিন আগে বিয়ে করেন জাকারিয়া। তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিলো না। এলাকার কারও সঙ্গে কোনো প্রকার দূরত্ব বা দ্বন্দ্ব ছিল না তার। তার মৃত্যু রহস্যজনক।
গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সীমান্ত পিলার ১২৫৭/২০-এর পাশের একটি গাছের ডালের সঙ্গে জাকারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। লাশটি ভারতে অভ্যন্তরে থাকায় গতকাল রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি। রাতে ভারতীয় পুলিশ ও বিএসএফ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। ওইদিন বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করলেও সাড়া দেয়নি বিএসএফ। ফলে লাশটি ১০-১২ ঘণ্টা গাছের ডালে ঝুলে থাকে। আজ শুক্রবার পতাকা বৈঠকের পর ফেরত দেয় বিএসএফ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানিয়েছেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যারে বিষয়টি জানা গেছে। তবে ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে মরদেহ প্রেরণ করা হয়েছে।
৪৮ বিজিবি অধিনায় লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানিয়েছেন, বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে লাশ গ্রহণ করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআলো/শিলি