সীমান্তে ড্রোন নজরদারি চালাচ্ছে বাংলাদেশ, উদ্বেগ ভারতীয় মিডিয়ার
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে ভারতের সংবাদমাধ্যম উদ্বেগ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে যে, বাংলাদেশ তুরস্কের তৈরি টিভি-২ বারাকটার ড্রোন ব্যবহার করে ভারতীয় সীমান্তে নজরদারি চালাচ্ছে। খবর এনএনআই।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এএনআইকে জানিয়েছে, তারা বাংলাদেশের ড্রোন উড়ানোর পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্রটি আরও জানিয়েছে, গত কয়েক মাস ধরেই বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সীমান্তে ড্রোন উড়াচ্ছে।
বাংলাদেশের এমন কর্মকাণ্ডের বিপরীতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে ভারত। এজন্য দেশটি রাডার স্থাপন করেছে। যাতে বাংলাদেশের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে।
সূত্রটি আরও জানিয়েছে, মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর টিবি-২ ড্রোনগুলো নজরদারি মিশনে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে উড়েছে।
বারাকটার টিবি-২ ড্রোন মাঝারি উচ্চতায় থেকে পরিস্থিতি নজরদারি করতে সক্ষম। এই ড্রোন তৈরি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য অন্যতম একটি সাফল্য। মনুষ্যবিহীন এই যানটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এটি বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এমনকি তাদের অফিসারদের ভারতীয় সীমান্তে অবস্থিত সংবেদন অঞ্চল চিকেন নেকের কাছাকাছি এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছে। যেটি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত।
সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিআলো/শিলি