সীমান্তে বিএসএফ-এর ‘বাড়াবাড়ি’র অভিযোগ মমতার
dailybangla
10th Dec 2025 12:38 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, ভারতীয় নাগরিকদেরই বাংলাদেশে জোর করে ঠেলে পাঠানো হচ্ছে এবং সীমান্তে বিএসএফ-এর আচরণ ‘বাড়াবাড়ি’র পর্যায়ে পৌঁছেছে।
সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘যে কেউ বাংলা বললেই তাকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে। বাংলাদেশ আলাদা দেশ, পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য।’
তিনি উদাহরণ দেন, উত্তরপ্রদেশে উর্দু বলে কাউকে পাকিস্তানি বলা হয় না, পাঞ্জাবি বলে পাকিস্তানি বলা হয় না, তাহলে বাঙালি বলেই বাংলাদেশি বানানো হচ্ছে কেন?
রাজ্য পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ভয় পাবেন না, সক্রিয় হোন। নাকা চেকিং জোরদার করুন। কিন্তু সাধারণ মানুষের উপর অযথা হয়রানি বন্ধ করতে হবে।’
বিআলো/শিলি



