সীমান্তে ২৭ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ করল বিজিবি
সজীব আলম, লালমনিরহাট: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়িগুলোর বাজারমূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পূর্ব ভোটহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই সব মালামাল জব্দ করে।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিআলো/শিলি



