সীমান্ত সুরক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করছে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সীমান্ত রক্ষা থেকে শুরু করে চোরাচালান, মাদক এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উপলক্ষ্যে শুক্রবার (১৯ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করছে।
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো জরুরি অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
ড. ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সীমান্তে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ-বিশেষ করে উত্তেজনা ও পুশইন পরিস্থিতি মোকাবিলায় বিজিবি পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিজিবি দিবস উপলক্ষ্যে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক।
তিনি স্মরণ করেন, মহান মুক্তিযুদ্ধে বিজিবির দুই বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন খেতাবপ্রাপ্ত এবং ৮১৭ শহীদের আত্মত্যাগ বাহিনীর ইতিহাসকে মহিমান্বিত করেছে।
মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশের কল্যাণে আত্মোৎসর্গকারী সকল সদস্যের আত্মার শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য প্রত্যাশা করেন তিনি।
বিআলো/শিলি



