সীমিত পরিসরে ট্রেন চলবে আজ থেকে
dailybangla
01st Aug 2024 11:01 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলনে সহিংসতার মুখে জননিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করে দেয়া ট্রেন আজ থেকে স্বল্প দূরত্বে চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন।
তিনি বলেন, কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে। এখনই দূরের যাত্রার ট্রেনগুলো চলাচল করবে না।
এর আগে গত ১৮ জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
বিআলো/শিলি