সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, শহীদ ৬ বাংলাদেশি সেনা
dailybangla
14th Dec 2025 10:48 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (১৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। আইএসপিআরের জানানো মতে, সন্ত্রাসীদের আকস্মিক আক্রমণে এই হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, হামলাস্থলে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এদিকে আহত শান্তিরক্ষীদের উদ্ধার ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।
বিআলো/শিলি



