সুনামগঞ্জে ইসলাহুল মুসলিমীন পরিষদের কোরআন মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিনাপাটি গ্রামে প্রতিষ্ঠিত ইসলাহুল মুসলিমীন সমাজ কল্যাণ পরিষদের ১৩ বছর পূর্তি উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ আসর থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত এ মাহফিল ও গজল সন্ধ্যা হরিনাপাটি গ্রামের বড় মসজিদ সংলগ্ন পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়। মাহফিলে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই, পরিষদের উপদেষ্ঠা বোরহান উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল খালিক ও মো. আখল মিয়া।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কারা নির্যাতিত মুফতি মাহমুদুল হাসান গুনবি হাফিজ ঢাকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা সাইদুজ্জামান আল হায়দার, লন্ডনপ্রবাসী মাওলানা আওলাদ হুসাইন জগদলী, মাওলানা আসআদআল মামুন ঢাকা, হাফেজ মাওলানা ওমর ফারক বিপ্লবী ও মাওলানা জহুরুল হক।
মাহফিলটি যৌথভাবে পরিচালনা করেন ক্বারী আবু সাঈদ আব্দুল্লাহ ও সাইফুর রহমান সাইফ। উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাওলানা হুসাইন আহমদ মাহবুব ও সহ-সভাপতি মাওলানা দিদার হুসাইন নাঈম এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক জুনাইদ। পরে গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী নাশিদ পরিবেশনায় ছিলেন ফয়েজ আহমদ শাহরুখ, উর্দূ নাশিদ শিল্পী সায়নান সায়েম, আকরাম বিন বাহার, সাব্বির আহমদ নোমান প্রমুখ।
বিআলো/আমিনা



