সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ঝালকাঠি জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে ঝালকাঠি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মো. মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান।
প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এস. এম. বায়েজীদ ইবনে আকবরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা।
কুচকাওয়াজ শেষে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর ডিআইজি মহোদয় এবং সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের এ ধরনের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
বিআলো/ইমরান



