• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা অন্যতম একটি মাধ্যম: আমিনুল হক 

     dailybangla 
    17th Jan 2025 8:51 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের বর্তমান যুবসমাজ ও তরুন সমাজের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। একটি সুন্দর ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে পারি; যেই বাংলাদেশে ভবিষ্যৎতে আর কোনদিন স্বৈরাচারের জন্ম হবে না।

    তিনি বলেন, আমরা চাই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের যুবসমাজকে বাংলাদেশের তরুণ সমাজকে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার মাঠে আকৃষ্ট করে আমাদের যুবসমাজকে যাতে একটি সঠিক পথে পরিচালিত করতে পারি।

    আজ শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেতে তলনা রুহুল আমিন খান উচ্চ বিদয়ালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর খিলক্ষেত থানা বনাম উত্তরখান থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ব উল্লেখ করে তিনি আরও বলেন,গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার অনৈতিক ভাবে আমাদের যুবসমাজকে যেভাবে মাদকের দিকে ঠেলে দিয়েছিল। সেই মাদক থেকে আমাদের যুবসমাজ ও তরুন প্রজন্মকে মাঠমুখী করে মাদকমুক্ত করার জন্য আমরা চাই আমাদের প্রত্যকটি বাবা-মা তার সন্তানকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য মাঠে পাঠাবেন।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন,
    আপনারা রাজনৈতিক অঙ্গনে গত ১৭ বছর ধরে যেভাবে সাহসী ভূমিকা রেখেছেন,যেহেতু বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশকে নতুনভাবে পূনর্গঠন ও একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মান করার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম।

    বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশ আজকে নতুন ভাবে স্বাধীন হয়েছে,স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বাধীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই-বাংলাদেশের প্রত্যকটি সেক্টর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বলিষ্ঠ পরিকল্পনায় ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফার রুপরেখা দিয়েছেন,সেই রুপরেখার আলোকেই বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করা যাবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক ও টূর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মোঃ আক্তার হোসেন,মহানগর উত্তর বিএনপির সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এ বি এম এ রাজ্জাক,আতাউর রহমান চেয়ারম্যান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,তুহিরুল ইসলাম তুহিন,এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন,হাজী মোঃ ইউসুফ, মহানগর উত্তর এর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,নুরুল হুদা ভূঁইয়া নূরু,মোতালেব হোসেন রতন,রফিকুল ইসলাম খান,এম এস আহমাদ আলী,ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা,ঢাকা মহানগর উত্তর মহিলা দল সদস্য সচিব এ্যাড রুনা লায়লা,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল,ওলামাদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম।

    এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার, যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন জমিদার,খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক এস এম ফজলুল হক যুগ্ম আহবায়ক সোহরাব খান স্বপন,মোবারক হোসেন দেওয়ান,সিএম আনোয়ার হোসেন,উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মোঃ আব্দুস ছালাম, বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু,যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,যুগ্মআহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী,যুগ্মআহবায়ক বশির আহমেদ,যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ খান,ক্যান্টেনমেন্ট থানা বিএনপি যুগ্ম আহবায়ক শফিকুর রহমান রতন,উত্তরা পূর্ব থানা বিএনপি আহবায়ক শাহ আলম,যুগ্ম আহবায়ক আমিনুল হক,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান,উত্তরখান থানা বিএনপির যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম বেপারী,তুরাগ থানা বিএনপি যুগ্মআহবায়ক মোঃ চান মিয়া,পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির,মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সাকিব সারোয়ার,খিলক্ষেত থানা বিএনপির ৪৩ নং ওয়ার্ড সভাপতি দিদার আহমেদ মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি ওসমান গনী সেন্টু প্রমুখ।

    খেলায় উত্তরখান থানা ২-১ গোলে খিলক্ষেত থানাকে পরাজিত করে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728