• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সূচকের উত্থানে পুঁজিবাজারে নতুন বছর শুরু 

     dailybangla 
    01st Jan 2025 1:49 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিনে সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫১ কোটি টাকা।

    বুধবার (১ জানুয়ারি) ডিএসই ও সিএসই থেকে এ তথ্য জানা গেছে।

    ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ দশমিক ৬৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২৩৭ দশমিক ১১ পয়েন্টে ও ১ হাজার ১৭১ দশমিক ৫৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪৭ দশমিক ৮৮ পয়েন্টে।

    এ সময় ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৭টির কোম্পানির শেয়ারের, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি।

    এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।

    অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৫৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৯১ দশমিক ৯৩ পয়েন্টে ও ৮ হাজার ৮২৪ দশমিক ৩৬ পয়েন্টে।

    এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ০০০৭ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১৩ দশমিক ৯৪ পয়েন্টে ও ১২ হাজার ৪ দশমিক ০৭ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ২ দশমিক ০৯ পয়েন্ট। সূচক অবস্থান করছে ৯৩৫ দশমিক ৩২ পয়েন্টে।

    এ সময় লেনদেন হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার টাকার।

    লেনদেন হওয়া ২১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031