• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সেচ্ছাসেবী সংগঠন “আলোর দিশা” সভাপতি সাগর বিশ্বাসের কৃতজ্ঞতা প্রকাশ 

     dailybangla 
    21st Sep 2025 7:02 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: মানবতার কল্যাণে এগিয়ে চলা সেচ্ছাসেবী সংগঠন “আলোর দিশা” সভাপতি সাগর বিশ্বাস তৃতীয়বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সংগঠনের উপদেষ্টা এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাকে সব সময় মনে রাখবেন, যাতে আপনাদের প্রত্যাশার সংগঠনের উন্নয়নে আমি কাজ করতে পারি।

    প্রথমেই আমি পরমকরুণাময় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার মতো এক সাধারণ মানুষ কে এতোটা সম্মানে সম্মানিত করার জন্য। আমি চেষ্টা করব আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য। আমাদের প্রথম কাজ হবে সংগঠন এগিয়ে নেওয়ার। গুরুজনদের দোয়া, পরিবার-পরিজনের প্রেরণা, অগ্রজদের পরামর্শ ও সহকর্মীদের পরিশ্রম আমার পথচলা আরো সহজতর করবে। সংগঠনের স্নেহের অনুজদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তোমরাই হবে আমার সংগঠনের বির্নিমানের শক্তি ও সাহস।

    প্রসঙ্গ: জেগে ওঠো যুবক তুমি জাগুক যুব শক্তি, যুব শক্তি জাগলে হবে দারিদ্র্যতার মুক্তি। এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০১৮ সাল থেকে মানবিক পদযাত্রা শুরু করেছিলো সেচ্ছাসেবী সংগঠন আলোর দিশা।

    অনলাইন ভিত্তিক এই সংগঠনটি দীর্ঘ ৮ বছরে মানবিক কাজের মাধ্যমে ইতিমধ্যে দেশ ও দেশের বাহিরে ব্যাপক প্রশংসা অর্জন করেছে, সংগঠন এর উদ্যোগে এই পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে রক্তদান করেছে, এছাড়াও দরিদ্র পরিবারের কন্যা, বিবাহের সহযোগিতা, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়ার ব্যবস্থা, দরিদ্র পরিবারে বাজার ও খাদ্য সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, প্রতি রমজানে ইফতারি বিতরণ, ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি সংগঠনটি পালন করে আসছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930