সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে কোস্ট গার্ড
dailybangla
09th Nov 2024 11:35 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য শনিবার বেলা ১১ থেকে ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিন দ্বীপে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে।
বিআলো/তুরাগ