সেবাই পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ : ওসি আবুল কালাম আজাদ
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কদমতলী থানা এলাকার সর্বস্তরের জনসাধারন এবং দেশবাসী সহ বিশ্বের সমগ্র মুসলমানদেরকে শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপির কদমতলী থানার ওসি ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর কৃতি সন্তান আবুল কালাম আজাদ।
এক শুভেচ্ছা বার্তায় ওসি বলেন, সেবাই পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ। পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আযহা সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে পবিত্র ঈদুল আযহা। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।
তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আমরা যারা কোরবানি দেই তাদের উচিত যারা কোরবানি দিতে পারে নাই তাদের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা,আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। সকলকে আবারো ঈদুল আজহার শুভেচ্ছা।
বিআলো/তুরাগ