• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সোনাডাঙ্গায় এনসিপি নেতা গুলিবিদ্ধ 

     dailybangla 
    22nd Dec 2025 7:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: খুলনার সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ রোডের মুক্তা হাউজে এ ঘটনা ঘটে।

    আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম জানিয়েছেন, গুলিটি চামড়া ভেদ করে বেরিয়ে গেছে, মাথার ভেতরে প্রবেশ করেনি। বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত হলেও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তন্নী নামে এক নারী ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটে প্রায়ই যাতায়াত করতেন মোতালেব শিকদার। ফ্ল্যাটটিতে অন্যদের উপস্থিতিতে মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপ চলত বলে অভিযোগ রয়েছে।

    কেএমপি পুলিশ জানিয়েছে, রাতভর থাকা ব্যক্তিদের অভ্যন্তরীণ বিরোধের জেরে মোতালেবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার কান ছুঁয়ে যায়। আহত হওয়ার পর পায়ে হেঁটে তিনি হাসপাতালের দিকে যান। ঘটনার পর সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এই গুলির ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ফ্ল্যাট থেকে মাদক ও মদ্যপানের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মোতালেবকে জিজ্ঞাসাবাদ শেষে অন্যান্যদের তথ্য মিলবে।

    ফ্ল্যাট মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, তন্নী নামে ওই নারী মাসখানেক আগে ফ্ল্যাট ভাড়া নেন। নিজেকে তিনি এনজিও কর্মী পরিচয় দিতেন। স্থানীয়দের অভিযোগ, ফ্ল্যাটে সন্দেহজনকভাবে একাধিক পুরুষের আসা–যাওয়া ছিল।

    মোতালেবের পরিবার ধারণা করছে, এনসিপিতে যোগদান করায় পরিকল্পিতভাবেই তার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপি খুলনা মহানগর সংগঠক হামিম রাহাত।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, স্ক্যানে মাথায় গুলির অস্তিত্ব পাওয়া যায়নি। কানের বাম পাশ ভেদ করে গুলি বেরিয়ে গেছে।

    একাধিক সূত্র জানিয়েছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031