সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
নতুন নেতৃত্বে নতুন উদ্দীপনা, দুই বছরের দায়িত্বভার গ্রহণ
অনিক ইসলাম সভাপতি, মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরাম তাদের নতুন কমিটি ঘোষণা করেছে। গত ৫ নভেম্বর বিকেলে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি অনিক ইসলাম, আর সঞ্চালনা করেন কার্যকরী সদস্য পনির ভূঁইয়া।
নবগঠিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি হিসেবে শেখ ফরিদ (৭১ টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক পদে মোশাররফ হোসেন খশরু (আর টিভি), দপ্তর সম্পাদক হিসেবে হাবিবুর রহমান (চ্যানেল এস), কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম (বাংলা টিভি), কার্যকরী সদস্য পনির ভূঁইয়া (সাবেক সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশন) এবং সদস্য হিসেবে রয়েছেন আক্তার হোসেন (নাগরিক টিভি)।
ফোরামের মূল লক্ষ্য হলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকা। ২০২৪ সালের ১ জুন গঠিত এই সংগঠন সাংবাদিকদের মধ্যে সহযোগিতা, তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে সংগঠন আশা করছে, সাংবাদিক সমাজে শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
বিআলো/তুরাগ



