• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘সোনা জান’-এ অভূতপূর্ব সাড়া মিলছে কণা’র 

     dailybangla 
    21st Jul 2025 6:06 pm  |  অনলাইন সংস্করণ

    অভি মঈনুদ্দীন:জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণার নতুন গান ‘সোনা জান’ এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। রবিউল ইসলাম জীবনের লেখা ও আদিব কবিরের সুর সঙ্গীতে বিগ বাজেটের এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কলকাতার অলিভিয়া সরকার। কণার গানের প্রতি শ্রোতা দর্শকের সাধারণভাবেই প্রবল আগ্রহ রয়েছে। তারমধ্যে তার এই গানে মডেল হিসেবে কলকাতার অলিভিয়া কাজ করায় এই গানের প্রতি শ্রোতা দর্শকের আগ্রহ আরো বেড়ে গেছে। কারণ এই গানে মডেল হিসেবে কাজ করার সুবাদে বাংলাদেশের কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত হলেন অলিভিয়া। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। অলিভিয়া সরকার বলেন, কণার গানের মডেল হিসেবে কাজ করে খুউব ভালোবাসা আর সম্মান পেয়েছি। কাজ করার পরিবেশটা চমৎকার ছিলো।

    যে কারণে কাজ করার পাশাপাশি নিজের ভেতরে এক ধরনের সন্তুষ্টি কাজ করছিলো। গানটি প্রকাশের পর কণা বেশ সাড়া পাচ্ছেন। দিলশাদ নাহার কণা বলেন, গানের কথা ও সুর খুউব ভালো লেগেছিলো বিধায়ই গানটি গেয়েছিলাম। আমার ভীষণ পছন্দের তালিকায় থাকবে এই সোনা জান গান। গানটি তৈরীর শুরু থেকেই আমি এর প্রত্যেকটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম। মিউজিক ভিডিওতে এবার নিজে থেকেই না থাকা। কারণ এর আগে বহুগানেইতো আমি মিউজিক ভিডিওতে থেকেছি। এবার না হয় অলিভিয়াই থাকুক। তবে এটা সত্যি মোহন অনেক শ্রম দিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। অলিভিয়া এবং অমিত পাল দুজনেই ভীষণ ভালো করেছেন। গানটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

    আমার বিশ্বাস এই গানের রেশ আরো বাড়বে। এরইমধ্যে স্টেজ শোতে এই গান আমাকে গাইতে হচ্ছে। কারণ দর্শক শ্রোতার কাছ থেকে অনুরোধ আসছে। কণার কন্ঠে সর্বশেষ তুমুল জনপ্রিয়তা পাওয়া গান হচ্ছে ‘দুষ্টু কোকিল’। এই গানের পর দেশ বিদেশে স্টেজ শোতেও তার ব্যস্ততা বেড়ে যায় অনেক বেশি। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে সিঙ্গাপুর মাতিয়ে এলেন কণা। কণা গান গাইবেন বিধায় সিঙ্গাপুরে দর্শকের উপস্থিতি বাড়ছিলো। দর্শকের ভীড় সামলাতে একসময় পুলিশ সিকিউরিটিকেও হিমশিম খেতে হয়। কণা বলেন, দর্শকের এই যে ভালোবাসা। এই ভালোবাসার কোনোই তুলনা হয়না। দর্শক শ্রোতার এই ভালোবাসা নিয়েই আগামীর পথে আরো ভালো ভালো গান করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই।

    বিআলো/ইমরান

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930